আপনার হাতের যে ফোনটা আপনি ব্যবহার করছেন, যে ল্যাপটপটা কোলে নিয়ে স্ক্রল করছেন এগুলোর সবই লিথিয়াম আয়ন ব্যাটারিতে চলে। আর এই সেইম ব্যাটারি ব্যবহৃত হয় পেইজার এ। এটি খুবই সিম্পল একটা ডিভাইস যা রেডিও সিগন্যাল এর মাধ্যমে শর্ট মেসেজ পাঠাতে ব্যবহার করা হয়ে থাকে।
আজকে লেবাননে হিজবুল্লাহ সদস্যদের পেইজার ডিভাইসের ব্যাটারি গণহারে বিস্ফোরিত হয়েছে এবং এতে করে দুই-সহস্রাধিক লেবানিজ আহত হয়েছেন, নিহত হয়েছেন প্রায় ডজন খানেক। ধারণা করা হচ্ছে এটি ছিলো ইসরায়েলি ম্যালওয়্যার আক্রমন।
পেজার বিস্ফোরণের ভিডিওঃ
এখন ভাবেন এই সিম্পল একটা ডিভাইস, ছোট্ট একটা ব্যাটারি যদি এত সহজে তারা নিজেদের স্বার্থে যুদ্ধাস্ত্রে পরিণত করতে পারে তাহলে আপনার হাতের মোবাইল-ল্যাপটপ যেগুলো তাদেরই কোম্পানির প্রোডাক্ট তা নিয়ন্ত্রনে নেওয়া তাদের জন্য কতটুকু সহজ এবং আমাদের জন্য এটা কতটা এলার্মিং।
আল্লাহ হেফাজত করুন।
বিদ্র: এই ধরণের পেইজার ডিভাইস শুধু হিজবুল্লাহ সদস্যরা না, ডাক্তার এবং নার্সরাও ব্যবহার করে থাকেন। এবং দেশব্যাপি এমন নির্বিচারে আক্রমন সন্ত্রাসী হামলার সমতূল্য।
পেজার বিস্ফোরণে হতাহতের ভিডিওঃ